গাজীপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

“এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যানসার রুখে দিন” এ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন। রোববার দুপুর  ১টায় গাজীপুর সিটি করপোরেশনের ৩৮নং খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে গাজীপুর সিটি করপোরেশন উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র জায়েদা খাতুন বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিদের্শনায় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম-৯ম শ্্েরণী ও  মানের সকল ছাত্রী এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের বিনামূল্যে এক ডোজ এইচপিভি ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

টিকাদান কার্যক্রমের আওতায় ১৫ অক্টোবর থেকে ১০ কর্মদিবস গাজীপুর সিটি করপোরেশনের ১ হাজার ৫৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯১ হাজার ৫০৯ জন শিক্ষার্থীদের এবং পরবর্তী ৮ কর্মদিবসে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ৩ হাজার ৪২৫ জন কিশোরীকে ১ ডোজ এইচপিভি টিকা দেওয়া হবে। (বাসস)