গাজীপুরের জয়দেবপুর উপজেলার মির্জাপুর এলাকা থেকে সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য আটক করেছে র্যাব।
আটক মো. নুরউদ্দিন শেখ (২২) সিরাজগঞ্জের সদর উপজেলার গোটিয়া গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন দাবি করেন, সোমবার রাত সাড়ে ১১টায় মির্জাপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কতিপয় সদস্য নাশকতা ঘটাতে একত্রিত হয়েছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য নুরউদ্দিনকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে দু’টি উগ্রবাদি বই, দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান