জেলার ধীরাশ্রম কমিউটার ট্রেনের ইঞ্জিনের লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ জানান, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই এর ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিতে কাজ করছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান