গাজীপুরে চোরাই কাঠসহ ট্রাক আটক

গাজীপুর সিটি করপোরেশনের সালনা ফরেস্ট চেক স্টেশনে চার লাখ টাকার চোরাই কাঠসহ একটি ট্রাক আটক করেছে বন বিভাগ। শুক্রবার রাত ৯টার দিকে ট্রাকটি আটক করা হয়।

ঢাকা বন বিভাগের সালনা ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, একটি ট্রাকে করে চোরাই কাঠগুলো টাঙ্গাইল থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল। গাজীপুরের মাওনা হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পথে ঢাকার উত্তরখান যাওয়ার চেষ্টা চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে সালনা চেক স্টেশনে ট্রাকটিকে থামার সিগন্যাল দেওয়া হয়। চালক সিগন্যাল উপেক্ষা করে চেক স্টেশনের কিছুদূর গিয়ে ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে কাঠসহ ট্রাকটি জব্দ করা হয়। ওই ট্রাকে ৪ লাখ টাকা মূল্যের প্রায় ৩৫০ সিএফটি আকাশমণি কাঠ পাওয়া যায়।

আজকের বাজার/এমএইচ