গাজীপুরের জঙ্গল থেকে পুলিশের বিশেষ শাখার এক পরিদর্শকের আগুনে পোড়া বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার রায়েরদিয়া গ্রামের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওই পুলিশ পরিদর্শকের নাম মামুন ইমরান খান। তিনি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, স্থানীয়রা রায়েরদিয়া গ্রামের একটি জঙ্গলে বস্তাবন্দী অবস্থায় আগুনে পোড়া একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, ঢাকার ডিবি ও বিশেষ শাখার কর্মকর্মতারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি নিখোঁজ পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খানের বলে শনাক্ত করেন। দুই দিন আগে তিনি ঢাকার সবুজবাগ এলাকায় ভাইয়ের বাসায় গিয়ে নিখোঁজ হন। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে গাজীপুরের জঙ্গলে ফেলে গেছে উল্লেখ করে এসপি বলেন, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
দোষীদের ধরতে পুলিশের কাজ করছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
আজকের বাজার/এমএইচ