গাজীপুরে জাহাঙ্গীর, খুলনায় খালেক

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকাদার আবদুল খালেককে এমপিকে মনোনয়ন দিয়েছে দলটি।

রোববার রাতে দলটির স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড দুই সিটিতে এই দু’জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে দল ঘোষিত সময়ে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার আগ্রহী প্রার্থী হিসেবে ১৭ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অবশ্য তালুকদার আবদুল খালেক ওই সময় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

উল্লেখ, তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ এপ্রিল। এছাড়া যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল।

এস/