গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় বুধবার ভোরে আগুনে পুড়ে গেছে ঝুটের গুদাম ও মালামাল। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের আরও কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীদের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভাতে গিয়ে দেয়ালের ইটের আঘাতে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আগুনে ৭টি গুদাম ও তিনটি দোকান পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।