গাজীপুরে ট্রাকচাপায় জয়দেবপুর থানাধীন মীরের বাজার পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক মো. আমজাদ হোসেন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১মে ) রাতে ঢাকা-বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আমজাদ হোসেন মীরের বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় ঢাকা-বাইপাস সড়ক যানজটমুক্ত করতে গিয়ে মোটরসাইকেল নিয়ে তিনি উলুখোলা এলাকায় গিয়ে চালবোঝাই একটি ট্রাকের সামনে দাঁড়ান। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি পুলিশসহ মোটরসাইকেলকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এএসআই আমজাদ মারা যান।
আরজেড/