গাজীপুরের ঢাকা ময়মনসিংহ রেলরুটের দক্ষিণখান এলাকায় রবিবার ভোরে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন- রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকার হাকিম আলীর ছেলে সোলেমান হোসেন ও নেত্রকোনার আব্দুল কুদ্দুসের ছেলে জাকির হোসেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুল ইসলাম জানান, রবিবার ভোর পৌনে ৫ টার দিকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস নামের ট্রেনটি দক্ষিণখান এলাকায় পৌঁছালে রেলত্রুসিং পার হওয়ার সময় বিকল হয়ে যাওয়া একটি বালুবাহী ড্রাম ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি উল্টে রেললাইনের পাশে জমে থাকা পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ডাম ট্রাকের শ্রমিক জাকির হোসেন নিহত হন। আহত হন আরও তিনজন।
আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোলেমান হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান সোলেমান হোসেন।
ঘটনার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।