জেলার কালিগঞ্জ উপজেলায় আজ ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন।
সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের নলছাটা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন আরোহীর নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম এ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের নলছাটায় একটি অরক্ষিত গেটে তালভর্তি পিকআপের সাথে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রেনের ধাক্কায় পিকআপটি দূরে ছিটকে গিয়ে পড়ে এবং ওই পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।