গাজীপুরে কালীগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জ নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের জানান, রাথুরা গ্রামের মজনু মিয়ার বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাতদল হানা দেয়। পরে ডাকাডাকি করে এবং মাইকিং করা হলে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া দেয়।
একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করে এলাকাবাসী গণপিটুনি দিলে তারা মারা যায়।
কালিগঞ্জ থানার ওসি আবু বকর জানান, পুলিশ সকালে তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ওই দুই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আজকের বাজার/এমএইচ