গাজীপুরে তুলার গোডাউনে আগুন

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় এন আর টেক্সটাইল মিলের তুলার গোডাউনে শনিবার সকালে আগুন লেগেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শ্রমিক ও স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক তারে বিকট শব্দ হয়ে আগুন ধরতে দেখা যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ‌তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট এর কারণে লাগতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।