গাজীপুরে ব্যবসায়ী মহিউদ্দীন হত্যার দায়ে পাঁচ আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার ১৯ জুলাই গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন। রায় ঘোষণার সময় সাদ্দাম ও বাবু নামের দুজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য তিনজন শামীম, নুরুল ইসলাম ও মজনু পলাতক রয়েছেন।
২০০৮ সালে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে গাজীপুরের কালীগঞ্জ থানার ব্রাক্ষণগাঁও গ্রামের পাঁচ বন্ধু মিলে মহিউদ্দীনকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় বিচার পক্রিয়া শেষে আদালতের বিচারক এ রায় দেন।
আজকের বাজার: আরআর/ ১৯ জুলাই ২০১৭