জেলার কালীগঞ্জে স্থানীয় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের পুরাতন সোনালী ব্যাংকের মোড়ে পাট ব্যবসায়ী মহসীন হোসেনের পাটের গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ শামীম ভূঁইয়া বাসসকে জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকা-েরর কারণ জানা যায়নি। তবে পরবর্তীতে তদন্ত করে বিস্তারিত জানানো হবে। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টায় জামালপুর বাজারে মহসীনের পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমে তারা চেষ্টা করে আগুন নেভাতে না পেরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।