গাজীপুরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো, গিলাশ্বর গ্রামের বাবুল হোসেনের মেয়ে সেতু আক্তার (১৩) এবং ছেলে তানজিদ আহমেদ (৭)।

শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সেতু গিলাশ্বর বালিকা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ও তানজিদ গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

বরমী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার নাজমুল হক আকন্দ রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের বাজার/একেএ