গাজীপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর হাতে শ্বাশুড়ি খুন হয়েছেন।
মঙ্গলবার রাতে গাজীপুরের সদরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায় আব্দুর রহিমের স্ত্রী রহিমা আক্তার লাকী তার শ্বাশড়ি ছমিরন নেসার মাথায় দা দিয়ে মাথায় এলোপাতাড়ি কোপ দেয়।পরে্ আহত অবস্থায় স্থানীয়রা ছমিরন নেসাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে লাকী পলাতক থাকলেও বুধবার রাতে স্থানীয়রা লাকীকে পুলিশে সোর্পদ কর।এ ঘটনায় লাকীর স্বামী রহিমকেও আটক করেছে পুলিশ।
আজকের বাজার/আরজেড