গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার পৃথক স্থান থেকে সোমবার সকালে এক নারী পোশাক শ্রমিকসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তারা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর থানার রশিদপুর গ্রামের নায়েব আলীর মেয়ে, কোনাবাড়ী বাইমাইল এলাকার বাসিন্দা ও স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক শ্রমিক স্বরনী আক্তার (১৯) এবং কোনাবাড়ী আমবাগ পশ্চিম পাড়া এলাকার ঝুট ব্যাবসায়ী ও টাঙ্গাইলের নাগরপুর থানার চরবাররা গ্রামের সোমবাদ আলীর ছেলে এরশাদ (৩৪)। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) থোয়াই অংপুরু মারমা জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।