জেলার পুবাইলে ফোম তৈরির একটি কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে পুবাইল থানার নারায়ণকূল এলাকার আল রাজি ফোম কারখানায় আগুন লাগে। কারখানাতে গ্যাস সিলিন্ডারসহ দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানায় উৎপাদিত মালামাল, কাঁচামাল, আসবাবপত্র ও যন্ত্রপাতি পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।