গাজীপুর সদর উপজেলা ও কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- গাজীপুর সদর উপজেলার নাসারান গ্রামের রখিন্দ্রনাথ (৪২), কালীগঞ্জ উপজেলার পুনসই গ্রামের তাজুল ইসলাম খান (৫০) ও মামুন শেখ (৩০)।
সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান শক্কুর জানান, সোমবার দিবাগত রাতে বাড়িয়া ইউনিয়নের নাসারান এলাকায় একটি বিলে রখিন্দ্রনাথসহ ৪/৫ জন নৌকা নিয়ে মাছ ধরতে যায়। ভোররাতে বজ্রপাতের ঘটনা ঘটলে রখিন্দ্রনাথ ঘটনাস্থলে মারা যান।
কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে। নিহতদের নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং তাদের শরীর ঝলসে গেছে।
সোমবার দিবাগত রাতে পুনসই গ্রামের পাশে বেলাই বিলে নৌকাযোগে বরশি ও টেটা দিয়ে মাছ ধরতে যান তাজুল ইসলাম ও মামুন শেখ।
ভোররাতে বজ্রপাতের সময় তারা নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যায়। পরে নিহতদের পরিবারের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাজুল ইসলাম ও মামুন শেখের মরদেহ উদ্ধার করে।
আজকের বাজার/এমএইচ