গাজীপুরে বাসচাপায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের তারগাছ এলাকায় বাসচাপায় এক মেডিকেল কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুলাই) রাতে তায়েরুনেছা মেমোরিয়াল মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে এনা পরিবহনের একটি বাস কলেজ শিক্ষার্থীকে চাপা দেয়। সহপাঠিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গভীর রাতে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

খবর পেয়ে জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে রাতেই যানবাহন চলাচল শুরু হয়।

আরএম/