গাজীপুরে বাসের ধাক্কায় ২ রিকশা যাত্রী নিহত

প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া এলাকায় বাসের ধাক্কায় রিকশাভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।  হতহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইনচার্জ ওয়াহিদুজ্জামান জানান, সোমবার রাতে ঢাকা থেকে তাসিন পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ময়মনসিংহের গৌরিপুরে যাচ্ছিল। বাসটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকার হায়েস অ্যান্ড হ্যায়ার কারখানার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি একই দিকের অপর একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ভ্যান উল্টে আরোহী সাতজন সড়কের ওপর ছিটকে পড়ে।

তিনি আরও জানান, পরে স্থানীয়রা ও পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আরএম/