গাজীপুরের পূবাইলের নারায়ণপুর এলাকায় বাস খাদে পড়ে ১ পোশাক শ্রমিক নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
শনিবার (১১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ওয়াসিম মিয়ার বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০-৩৫ জন শ্রমিক নিয়ে বাসটি টঙ্গীর বনমালা এলাকা থেকে পূর্বাচলের এ্যাপারেলস কারখানায় যাচ্ছিল। মীরের বাজার এলাকায় পৌঁছালে সড়কের একটি গর্তে পড়ে পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওয়াসিম (৩২) নিহত ও ২৫ জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টঙ্গীর সরকারি হাসপাতাল, টঙ্গী ক্যাথেলিস হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক শফিকুল আলম জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজকের বাজার/একেএ