গাজীপুরে বাসচাপায় আবুল হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪মে) দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন শরীয়তপুর জেলার আব্দুর রশিদ মৃধার ছেলে। তিনি গাজীপুরের দত্তপাগাড়া এলাকার টেকপাড়ায় পরিবার নিয়ে ভাড়াবাসায় থেকে ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় একটি ভ্যান লেন পরিবর্তনের সময় ঢাকাগামী স্কাই লাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক রাস্তায় ছিটকে পড়লে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ সুপার আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
আজজেক বাজার/ লাবনী