গাজীপুরে রাজেন্দ্রপুরের হালডোবা এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরও ছয় জন।
সোমবার, ৩ ডিসেম্বর সকালে ঢাকা-কাপাসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
নিহত ব্যক্তিরা হলেন-মুন্সিগঞ্জের গজারিয়া থানার লক্ষ্মীপুর গ্রামের সেনা বাহিনীর সার্জেন্ট (অব.) মিজানুর রহমান (৫৫), সিরাজগঞ্জের তারাশ থানার গুলটাবাজার এলাকার মো. নাজিম উদ্দিন (৬০), একই এলাকার আব্দুস সামাদ (৬৫), রাতুল (১৮) ও অজ্ঞাত (৩৫)।
সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকা থেকে বাংলাবাজার যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। রাজেন্দ্রপুর হালডুবা এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনা বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। অপর একজনের চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, দুর্ঘটনাস্থল থেকে আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়। গুরুতর আহত দুলাল (৪৫) ও খাইরুলকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এছাড়া খলিল (৪০) ও নিশান আহমেদসহ (২৮) চারজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজকের বাজার/এমএইচ