গাজীপুরের রাজেন্দ্রপুরের হাল ডোবা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মিজানুর রহমান ও রাতুল।
দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। তাদের স্থানীয় হা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে কাপাসিয়াগামী একটি লেগুনা বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
আহতদের চারজনকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজকের বাজার/এমএইচ