গাজীপুরে বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ থানার খান্নাগ্রাম এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) ও তাদের ছেলে সেলিম হোসেন (১৫)।

তারা কেওয়া বকুলতলা এলাকার আবুল হাসানের বাসায় ভাড়া থাকতেন। তাদের পরিবারের সবাই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।

স্থানীয় সূত্র জানায়, আনোয়ারের পাঁচ/ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। ওই অটোরিকশা তার ভাড়া বাসার বারান্দায় চার্জ দিতেন। সকালে ছেলে সেলিম ঘুম থেকে ওঠে বারান্দায় অটোরিকশার কাছে যায়। এ সময় অসাবধানতাবশত সে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। একপর্যায়ে সেলিমের মা তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুতর অবস্থায় বাড়ির লোকজন মা-ছেলেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আবু রায়হান জানান, মৃত অবস্থায় মা-ছেলেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

আজকের বাজার/এমএইচ