গাজীপুরের পূর্ব চান্দনা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে এই হত্যার ঘটনায় ইয়াসিন নামে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত আরিফ হোসেন সার্ডি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ জানান, রাতে কাপড় ব্যবসায়ী আরিফ হোসেন বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বাড়ি থেকে দূরে একটি নির্জন এলাকায় আরিফের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেয়। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত আরিফকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
আজকের বাজার/এমএইচ