গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে এখনই ভোটগ্রহণ বন্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
মঙ্গলবার (২৬ জুন) দুপুর একটার দিকে জেলা বিএনপির কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
হাসান সরকার বলেন, শতাধিক কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। অনেককে মারপিট করেছে সরকারি দলের লোকেরা। সেখানে সিল মারা ও জাল ভোট দেয়া হয়েছে।
তিনি বলেন, এসব অনিয়মের কারণে আমি এই নির্বাচন বন্ধের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি। একইসঙ্গে এ বিষয়ে লিখিত অভিযোগ দেব।
ভোট বন্ধ করা না হলে কি করবেন এই প্রশ্নের জবাবে হাসান সরকার বলেন, ভোট বন্ধ না হলে তিনি শেষ সময় পর্যন্ত নির্বাচনে থাকবেন।
আজকের বাজার/এমএইচ