গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে মহাসড়কের পাশ থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে নতুনবাজার এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইউনুস আলী (৪২) সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বেনুটিয়া এলাকার মৃত ময়দান প্রমাণিকের ছেলে। তিনি পরিবার নিয়ে কোনাবাড়ী এলাকায় ভাড়া থেকে শ্রমিকের কাজ করতেন।
সালনা হাইওয়ে থানার এসআই মো. মোজাম্মেল হক জানান, কোনাবাড়ী নতুনবাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আঞ্জুমান পেট্রল পাম্পের পাশে ইউনুসের মরদেহ পড়েছিল। এ সময় স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথার পেছনে, পিঠে ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো একসময় সড়ক দুর্ঘটনায় ইউনুসের মৃত্যু হয়।
আজকের বাজার/আরআইএস