মহানগরের ধীরাশ্রম এলাকায় মাই ওয়ান গ্রুপের মিনিস্টার ফ্রিজ কারখানায় শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, সকাল সোয়া ৭টার দিকে আগুন কারখানার ছয়তলার গুদাম থেকে পাশের বিল্ডিংয়ে পাঁচতলায় ছড়িয়ে পড়ে।
এসময় দুটি বিল্ডিংয়ের বাইরে ঘন কালো ধোঁয়া দেখা গেছে। দমকল বাহিনীর ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। আগুনে কারখানার গোডাউনে থাকা মালামাল পুড়ে গেছে।
আজকের বাজার/এমএইচ