গাজীপুরে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির সময়ে লাথি খেয়ে এক সবজি বিক্রেতা মারা গেছেন।
নিহত মো. আব্দুর রশিদ (৫০) ময়মনসিংহের তারাকান্দার নেতারাশি এলাকার ফজর আলীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ-খোদা জানান, কাশিমপুর নয়াপাড়ায় এমারত হোসেনের বাড়িতে ভাড়া থেকে একটি দোকানে চা ও সবজি বিক্রি করতেন রশিদ। পাশাপাশি স্থানীয় মো. সুলতান মির্জার ছেলে সুমন মির্জার কিছু জমি ভাড়া নিয়ে সবজি চাষও করতেন তিনি। সুমন পাওনা টাকা নিয়ে বুধবার রাতে রশিদকে গালাগালি করেন। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। ঝগড়ার এক পর্যায়ে রশিদের পেটে লাথি মারেন সুমন।
পরে গুরুতর আহত রশিদকে স্বজনরা উদ্ধার করে স্থানীয় এক ক্লিনিকে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান রশিদ।
এ ঘটনায় করা মামলার আসামি সুমন পলাতক রয়েছেন।
ওসি আরও জানান, শুক্রবার রাতে খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ বাসা থেকে রশিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।