গাজীপুরের চক্রবর্তী এলাকায় শ্রমিকদের কলোনীতে আগুনে অন্তত ১৮০টি বসতঘর পুড়ে গেছে।
স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে কলোনীর একটি টিনশেড ঘরে আগুন লাগে। দ্রুতই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ও সাভার ইপিজেড স্টেশনের চারটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ