গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোশাররফ হোসেন ভূঁইয়া নামে গোয়েন্দা বিভাগের এক পরিদর্শক নিহত হয়েছেন।
বুধবার রাতে কালীগঞ্জের উলুখোলা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বাসিন্দা। তিনি গাজীপুর গোয়েন্দা বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।
গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ রুপন চন্দ্র জানান, বুধবার রাতে গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন মোশারফ হোসেন। উলুখোলা সেতুতে উঠতেই আইল্যান্ডের সাথে লেগে গিয়ে সড়কের ওপর পড়ে যান তিনি। এসময় পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।