গাজীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ মে) দিবাগত রাতে রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াটেক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম আকাশ শিল (৮)। আকাশ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কুশিমুল গ্রামের রনজিত শিলের ছেলে।

আকাশের পরিবার উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াটেক গ্রামে আ.রশিদের বাড়িতে ভাড়া থাকতেন।

শিশুটির বাবা রনজিত শিল বলেন, রাতের খাবার শেষে পরিবারের সকলকে নিয়ে ঘুমিয়ে যাই। রাতের কোনো এক সময় হঠাৎ ছেলের কান্না শুনে জেগে উঠি। পরে সাপের কামড়ে দেয়ার ঘটনাটি নিশ্চিত হয়ে তাকে দ্রুত গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে যাই। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকের বাজার/একেএ