গাজীপুর মহানগরের পুবাইল এলাকায় নিজ ঘরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা আবুল কালাম (৩০) ও তার স্ত্রী পুতুল (২৫)।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, সকালে ঘরের ভেতরে নিজ বিছানায় স্বামী-স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কি কারণে বা কারা তাদের হত্যা করেছে সে সম্পর্কে কেউই কোনো ধারণা দিতে পারছে না। ওই দম্পতির একমাত্র শিশু সন্তান সাফওয়ানকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে তার গায়ে রক্ত লেগে থাকতে দেখা গেছে।
স্থানীয়রা জানায়, মাত্র কয়েকদিন আগে জমি বিক্রি করে পাওয়া ৬ লাখ টাকা নেয়ার জন্য তাদেরকে খুন করা হতে পারে। ঘরের ভেতর আলমারি ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং মরিচের গুঁড়া ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
আজকের বাজার/এমএইচ