গাজীপুরের বড়বাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় ফারহানা আক্তার মীম নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
শনিবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মীম টঙ্গীর শফি উদ্দীন সরদার একাডেমি অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
শফি উদ্দীন সরদার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বলেন, ফারহানা দুপুরে কলেজ থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে বাসে ওঠে। বড়বাড়ী এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্বলেই তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কলেজ গেট এলাকায় আন্দোলন করছেন।
আজকের বাজার/একেএ