গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেরাইদেরচালা আনসার রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
শনিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই এলাকায় দাঁড়ানো ট্রাকের পিছনে একটি পিক-আপ স্বজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ৩ জনের নাম মদিনা, আনোয়ার ও সানোয়ার বলে জানা গেছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঢাকাগামী একটি ট্রাক শ্রীপুরের আনসার রোড এলাকায় পৌঁছালে চালক হঠাৎ ট্রাকটি রাস্তার মাঝখানে থেমে যায়। এসময় ট্রাকের পিছন দিক থেকে আসতে থাকা বেপরোয়া গতি সম্পন্ন একটি পিকআপ ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের চালকসহ ৭ যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শরীফুল আলম ৭ জনের মধ্যে ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আজকের বাজার/একেএ