ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় আজ ভোর সাড়ে ছয়টার দিকে বাস চাপায় সোহেল রানা নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মৃত ব্যক্তি বরিশাল জেলার বড়গাটি গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে। সে এ জেড ফ্যাশনস নামের একটি পোশাক কারখানার চাকুরী করতেন। গাজীপুরের বাসন সড়কের পেয়ারা বাগান এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, সোহেল রানা রাতে নাইট ডিউটি শেষে ভোর ৬টার দিকে সাইকেলযোগে বাসায় ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকায় চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস পেছনদিক থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে সোহেল রানার মৃত্যুর খবর পেয়ে তার সহকর্মীরা সকাল সোয়া ৮ থেকে সকাল ১০টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ওই সময়ে সড়কে সকল যানবাহন চলাচল ছিল।