গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের প্রাণহানী

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুইজন।

সোমবার, ২ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা সর্ম্পকে মা-ছেলে। মায়ের বয়স আনুমানিক ৪০ এবং ছেলের ৪ বছর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে অটোভ্যানে করে চার যাত্রী চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে ভ্যানটি ওয়ালটন কারখানার ২ নম্বর গেটের সামনে পৌঁছালে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার এবং বাসটি আটক করে।

আরএম/এআর