গাজীপুরে ৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র করতে যাচ্ছে বেসরকারি প্রতিষ্টান সামিট। এজন্য রোববার ১০ ডিসেম্বর বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর সঙ্গে বিদ্যুৎ ক্রয় ও বাস্তবায়ন চুক্তি করেছে প্রতিষ্টানটি।
২০১৮ সালের মাঝামাঝি সময়ে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে যাবে এমন আশা করছেন সংশ্লিষ্টরা। চুক্তি অনুযায়ী। ১৫ বছর এই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে পিডিবি।
ক্রয় চুক্তিতে সই করেন পিডিবি’র সচিব মিনা মাসুদুজ্জামান এবং সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন। বাস্তবায়ন চুক্তিতে সই করেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব শেখ ফয়েজুল আমিন, পাওয়ার গ্রীড কোম্পানি অফ বাংলাদেশের (পিজিসিবি) সচিব মো. আশরাফ হোসেন এবং সামিট গাজীপুরের ব্যবস্থাপনা পরিচালক।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল-বেরুনী, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লতিফ খান, ভাইস চেয়ারম্যান মো. ফরিদ খান, সামিট কর্পোরেশন লিমিটেডের এএমডি ফয়সাল খান ও সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লে. জেনারেল (অব.) প্রকৌশলী আব্দুল ওয়াদুদ প্রমুখ।
সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড সামিট কর্পোরেশন এবং সামিট পাওয়ার লিমিটেডের একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড ঢাকা থেকে ৩০ কিলোমিটার দূরে গাজীপুরের কড্ডায় অবস্থিত। এই এইচএফও-জ্বালানী ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির ইঞ্জিন ওয়ার্টসিলা, ফিনল্যান্ড তৈরি করবে। এটা এ যাবৎ দেশের সবচেয়ে বড় রেসিপ্রোকেটিং ইঞ্জিন চালিত বিদ্যুৎ কেন্দ্র হবে। একই এলাকায়, সামিটের আরেকটি ১৪৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন আছে।
আজকের বাজার: এনআর/ আরআর/ ১০ ডিসেম্বর ২০১৭