গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
মেয়র পদের জন্য আওয়ামী লীগের অ্যাড. জাহাঙ্গীর আলম নৌকা ও বিএনপির হাসানউদ্দিন সরকার ধানের শীষ প্রতীক পেয়েছেন ।
অন্যদিকে খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন তালুকদার আব্দুল খালেক। আর বিএনপির ধানের শীষ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু।
এছাড়া খুলনায় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়েছেন এস এম শফিকুর রহমান মুশফিক।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মেয়র প্রার্থী ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৭ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খুলনা সিটি কর্পোরেশনের নিবার্চনে মেয়র পদের ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আজকের বাজার/আরজেড