গাজীপুর সিটিতে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনকে সামনে রেখে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার সকাল থেকেই নির্বাচনী মাঠে টহল দিচ্ছে বিজিবি। প্রতি দুই ওয়ার্ডের জন্য এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। এই সিটিতে মোট ৫৭টি ওয়ার্ড রয়েছে।

নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। জানা গেছে, নির্বাচনী এলাকায় যাতে কেউ গোলযোগ, অনিয়ম করতে না পারে সে জন্য সিটি ৫৭টি ওয়ার্ডে পুলিশ ও আনসারের সমন্বয়ে ৫৭টি স্ট্রাইকিং ফোর্স, সংরক্ষিত আসনে ২০টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। র‌্যাব ইতোমধ্যে ডিপ্লয়মেন্ট শুরু হয়েছে।

জানা গেছে, সিটি করপোরেশনের ৪২৫টি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৩৭টি গুরুত্বপূর্ণ এবং ৮৮টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ভিডিপিসহ ২৪ (১২ জন অস্ত্রধারী) জন সদস্য মোতায়েন থাকবে। আর সাধারণ কেন্দ্রগুলোতে ২২ (১০ জন অস্ত্রধারীসহ) জন সদস্য মোতায়েন থাকবে।

৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডবিশিষ্ট এ সিটি করপোরেশনের মোট ভোটার ১১ লাথ ৩৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার। এ নির্বাচনে সাতজন মেয়র পদে ও ৮৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরএম/