গাজীপুর সিটির সকল কার্যক্রম বন্ধ: ইসি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার বিকালে মাহবুব তালুকদার নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গণমাধ্যমে জানতে পেরেছি হাইকোর্ট গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেছেন। এ জন্য নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ রাখতে সেখানকার রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, কী কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছে- সেটি স্থানীয় সরকার বিভাগ নাকি কমিশনের ভুল তা এখনো জানতে না পারলেও আদালতের নির্দেশনার প্রতি সম্মান রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের যুগ্ম-বেঞ্চ গাজীপুর সিটি নির্বাচন ৬ মাসের জন্য স্থগিতের আদেশ দেন।

আগামী ১৫ মে সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা ছিলো। ইতোমধ্যে আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীর আলম এবং বিএনপি থেকে হাসান উদ্দিন সরকার মেয়র পদে প্রার্থী হয়েছেন।

আজকের বাজার/আর আই এস/এস