গাজীপুর সিটি করপোরেশন ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৪ হাজার ৯ কোটি ২০ লাখ ২৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। বাজেটে ব্যয় দেখানো হয়েছে ৩ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর নগর ভবনে সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের অনুমতি ক্রমে বাজেট উপস্থাপন করেন ১২ ওয়ার্ডের কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন। সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নানের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র জায়েদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
সিটি কর্পোরেশনের নগর ভবনের সভা কক্ষে দুপুরে এ বাজেট ঘোষণা করা হয়। সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। (বাসস)