গাজীপুুরের টঙ্গীর ফোম তৈরির কারখানা ও গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে মঙ্গলবার (৩ জুলাই) ভোরে বানজিং বাংলাদেশ লিমিটেড নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা যায়নি আগুন লাগার কারণও।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, টঙ্গীর বড়বাড়ি এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামক ফাইবারের ব্যাড (ফোম) এবং সিনথেটিক কাপড় তৈরির কারখানা ও গুদামে আগুন লাগে।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা। তারা প্রায় সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
আরএম/