গানের তালে নাচবে মানুষ, প্রত্যাশা নুসরাতের

নুসরাত ফারিয়া। সঞ্চালনা, অভিনয়ের পর এবার গানে নামে লেখালেন তিনি। সেই খবর ইতোমধ্যে ঢাকা-কলকাতার সংবাদ মাধ্যমের দৌলতে জেনে গেছেন ভক্ত-সমালোচকরা। সম্প্রতি ‘বাদশা দ্য ডন’ নায়িকা জানান, গানটিতে অনেক চমক থাকছে। যা এখনই বলতে চাইছেন না। তার ভাষায়, বলে দিলে চমক থাকলো কই!

সম্প্রতি জানা  গেল ‘পটাকা’ নামের গান-ভিডিওটি প্রকাশের ব্যানার ও তারিখ। পয়লা দর্শন পোস্টার প্রকাশ হয় রোববার। আর প্রকাশ করেছে দেশের অন্যতম প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি।

এ বিষয়ে ফারিয়া জানান, সিএমভি’র ইউটিউব চ্যানেলে ২১ এপ্রিল মুক্তি পাবে ‘পটাকা’র ট্রেলার। ২৬ এপ্রিল মুক্তি পাবে পুরো মিউজিক ভিডিও। অনেকটা চুপিসারে সর্বশেষ ডিসেম্বরে ‘পটাকা’র রেকর্ডিং করেন ফারিয়া।

ফারিয়া জানান, প্রায় ৬ মাস অনুশীলন করে তারপর এ গানের রেকর্ডিংয়ে দাঁড়িয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন রাকিব রাহুল। সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। ভিডিও কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতের পরিচালক বাবা যাদব।

নতুন গান প্রসঙ্গে নুসরাত জানান, এটা অনেক সুন্দর একটা গান। মানুষ এই গানটিকে অনুভব করবেন ও গানের তালে তালে নাচবেন। সেই প্রত্যাশাই করি।

এস/