শুধু গান নয়, এবার ভিন্ন চমক নিয়ে আসছেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। রান্নার হাড়িতেও নিজের দক্ষতা দেখাতে চলেছেন তিনি। মজার একটি রেসিপি নিয়ে হাজির হবেন তিনি।
এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করতে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে। অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে নিজ হাতে রান্না করবেন তিনি।
অনুষ্ঠানের এক পর্যায় চুলায় যখন তপ্ত আগুনে রান্না চলবে, ঠিক তখন দর্শকদের জন্য বাড়তি পাওয়া হিসেবে মাহফুজুর রহমান খালি গলায় গেয়ে শোনাবেন ‘তোমার চোখে দুচোখ রেখে’ গানটি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সম্প্রতি পর্বটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। শিগগিরই এটিএন বাংলার পর্দায় অনুষ্ঠানটি প্রচার হবে।
২০১৬ সালের পবিত্র ঈদুল আজহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনায় আসেন ড. মাহফুজুর রহমান। এর পর থেকে প্রত্যেক ঈদে তিনি নিয়মিত গাইছেন। প্রতিবার ঈদ আয়োজনের জনপ্রিয় অনুষ্ঠানের তালিকায় থাকে তার একক সংগীতানুষ্ঠান। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান