রাজধানীর গাবতলি ও সাভারের সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১০৬ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাতে পৃথক দুটি অভিযানে এসব ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। শনিবার র্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাব-৪ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ১০৬ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এরা হলো- মোরুমান (৩০), মো. শরিফুল ইসলাম ও মো. হেফজুর রহমান পিংকন (৩২)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও পিকআপ আটক করা হয়।
সীমান্তবর্তী এলাকা থেকে মাদক বহন করতে এসব ট্রাক ও পিকআপ বিশেষভাবে নির্মাণ করা হয়েছে। আটকরা এসব মাদক সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ ও পুরান ঢাকায় মাদক ডিলারদের কাছে বিক্রি করতো বলে জানিয়েছে র্যাব।