গাবতলীর পশুর হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর গাবতলী পশুর হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পশু রাখার কয়েকটি অস্তানা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। ২৯ জুন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ আগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

স্থানীরা জানিয়েছেন, হাটের ভেতরে থাকা খুড়কুটো থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে গরু রাখার বেশ কয়েকটি আস্তানা সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন লাগা আস্তানাগুলোতে বেশ কিছু গরু আটকা পড়েছে। এর মধ্যে বেশ কিছু গরু পুড়ে মারা গেছে। তবে এ মুহূর্তে ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুল কবির বলেন, সকাল ১০টার দিকে আমরা আগুল লাগার খবর পাই। ঘটনাস্থলে তাৎক্ষণিক ৫টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে করাজ করছে। তবেআগ্নিকাণ্ডের সূত্রপাত এখনও জানা যায়নি।

আজকের বাজার: এলকে/এলকে ২৯ জুন ২০১৭