রাজধানীর গাবতলী পশুর হাটে আজ বৃহস্পতিবার সকালে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণের আগে ওই বাজারে থাকা ১৩টি গরু এবং ২৬টি ছাগল জীবন্ত দগ্ধ হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানান, আজ সকাল ১০টার দিকে গাবতলীর হাটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস এবং পুলিশ।
দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণের আগেই এই হাটের ৩টি ছাউনি পুড়ে গেছে। ওই ৩ ছাউনিতে থাকা ১৩টি গরু এবং ২৬টি ছাগল জীবন্ত দগ্ধ হয়েছে। এছাড়া আগুনে দগ্ধ আরও তিনটি গরু তাৎক্ষণিকভাবে জবাই করেছে পশুর হাটের ব্যবসায়ীরা।
হাটের একজন ব্যবসায়ী জানান, প্রথমে হাটের দোতলা একটি ছাউনিতে আগুন লাগে এবং পরে পাশের দুই ছাউনিতে তা ছড়িয়ে পড়ে। ওই তিন ছাউনিতে প্রায় ১০০টি পশু ছিল। আগুন লাগার পরপর অধিকাংশ গরু-ছাগল সরিয়ে নিয়েছে হাটের লোকজন। তবে ১৩টি গরু পুড়ে গেছে।
আজকের বাজার: এলকে/এলকে ২৯ জুন ২০১৭